শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আওয়ামিলীগ ক্ষমতায়!
প্রকাশ: ০৯:০০ am ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:২২ pm ১৬-০৯-২০১৭
 
 
 


"আওয়ামিলীগ ক্ষমতায়!"

আকাশের ঈষান কোনে জমেছে মেঘের ঘনঘটা

যেওনা ভুলে মেঘের পরেই থাকে বৃষ্টির ঝাপটা।

জীবন নয়তো ফুলের বিছানা,এসো শপথ নেই

অমঙ্গল দুরে ঠেলে রবি'র আলো নিংড়ে নেই।

হাই ব্রীড আর লেজুর বৃত্তির দৌরাত্বে মাঠ ভরা,

রাজনিতির মাঠ ময়দানে নেতা কর্মির নাই স্থান।

হাই ব্রীড আর লেবাস বদল কারিদের কুমন্ত্রনায়

নিদান কালের ত্যাগি কর্মি সাময়ীক হারিয়ে যায়

ক্ষেত তৈরি বীজ বপন করবে যত ত্যাগি কর্মিগন,

পাকা ফসল তুলবে ঘড়ে চর দখলের নেতা গন!!

ক্ষমতার পালা বদলে মাঠে হাই ব্রীডের দেখা নাই।

সময়ের বাস্তবতায় মোশতাকি রুপের প্রকাশ পায়।

 

মুশফিকুর রহমান মোহন 
ক্রীড়া সম্পাদক
বাংলাদেশ আওয়ামি যুবলীগ
১৬ সেপ্টেম্বর ২০১৭ ঢাকা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT