শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আজ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন রুবেল হোসেন
প্রকাশ: ০২:৫৮ pm ২১-০৬-২০১৭ হালনাগাদ: ০৩:০১ pm ২১-০৬-২০১৭
 
 
 


চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরেই রুমের দরজায় ধাক্কা খেয়ে আহত হয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসাইন। আজ ঢাকার মিরপুরের একটি হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা। অস্ত্রোপচারের পর অন্তত দেড় মাস খেলা, অনুশীলনসহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে। চোট নিয়ে জাতীয় দলের এই পেসার জানান, ম্যাচ শেষে বার্মিংহামে হোটেলে ফেরার পর রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। ওই সময় খুব বেশি ব্যথা অনুভব করিনি। দেশে আসার তাড়াহুড়ার মধ্যে তাই আর ফিজিওকে বিষয়টা বলিনি। কিন্তু ফোলাটা আস্তে আস্তে বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি। পরে এমআরআই রিপোর্টে চোটের জায়গায় ফাটল ধরা পড়লে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরই প্রেক্ষাপটে আজ বুধবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন রুবেল হোসেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT