এস এম জামাল, কুষ্টিয়া: মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহির রায়হান। দুনীতি দমন কমিশন (দুদক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ (টিআইবি) ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক গাফফারের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।
আলোচনা অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমিনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি-সনাক কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সহসভাপতি এস এম কাদেরী শাকিল, শাহীন সরকার, জহুরুল হক চৌধুরী রনজু প্রমুখ। এসময় জেলার সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। এরআগে "আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও দুর্নীতি বিরোধী স্বাক্ষর সংগ্রহ করা হয়।