কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম এনামূল হক (২৬) । সোমবার (২১ আগস্ট) ভোর রাত ৪টার দিকে উপজেলার হরিণানায়নপুর বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত এনামুল হক (৩০) হরিনারায়ণপুরের শিবগ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি শিবপুরের কলেজছাত্র আলোচিত সাগর সাহা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কলেজছাত্র সাগরকে অপহরণের পর হত্যার ঘটনায় এনামুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের বিষয়ে তথ্য দেয়। পরে রাতে তাকে সঙ্গে নিয়ে হরিণানারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে এনামুলের সহযোগীরা পালিয়ে যায়। তবে বন্দুকযুদ্ধের মাঝে পড়ে আহত হয় এনামুল। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, তিনটি গুলির খোসা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই রাশেদসহ পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।