শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কোপা থেকে রিয়ালকে বিদায় করে সেমিতে সেল্টা
প্রকাশ: ১০:৩৩ am ২৬-০১-২০১৭ হালনাগাদ: ১০:৩৬ am ২৬-০১-২০১৭
 
 
 


কোপা ডেল-রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র (৪-৩ অ্যাগ্রিগেট) করে সেমিফাইনালে উঠেছে সেল্টা ডি ভিগো। প্রথম লেগে রিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল সেল্টা।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে সেল্টার মাঠে দানিলোর আত্মঘাতী গেলো ম্যাচের ৪৪ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ৬২ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৫ মিনিটে দানিয়েল ভাস গোল করে সেল্টাকে লিড এনে দেন।
 
নির্ধারিত সময়ের শেষ  মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা লুকাস ভাসকেস গোল করে ম্যাচ সমতায় আনেন। শেষ পর্যন্ত ২-২ এ শেষ হয় ম্যাচটি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT