মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
গণ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজী বিভাগ ও কম্পিউটার প্রকৌশল বিভাগ এর আন্তবিভাগীয় প্রিমিয়ার লীগ এর উদ্বোধনি ম্যাচ শুরু । আজ (২রা জানুয়ারি) রোজ মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাজ্ঞণে প্রিমিয়ারলীগের উদ্বোধন করা হয়।
উভয় ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান জনাব ড. রেজোয়ানা খান ও ড. করম নেওয়াজ এবং ক্রিড়া শিক্ষক মো. হাবিবুর ররহমান উপস্থিত থেকে দুপুর ৩ টায় কেন্দ্রীয় খেলার মাঠে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইউথ ২০ ও গ্রাউন্ড ব্রেকার । খেলায় আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন হৃদয় সরকার ও মোঃ নাজমুল হোসেন। খেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠকে কেন্দ্র করে ছিল উৎসবের আমেজ। প্রায় দুই শতাধিক দর্শক এই খেলাটি উপভোগ করেন।
কম্পিউটার প্রকৌশল বিভাগের ৫তম শিক্ষার্থী মোঃ হৃদয় সরকার জানান, "৪র্থ বারের মতো দুই দলের ভাতৃত্বপূর্ণ ম্যাচ দেখতে বেশ ভাল লাগছে। সামনের দিনেও এ ভাতৃত্ব পূর্ণ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা রাখছি।"