রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। পুলিশ টিয়ারশেল ছুড়ছে। জঙ্গিদের ছোড়া বোমায় ইন্সপেক্টর শফিক আহমেদ আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী সকালে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানালেও তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের হুমকি দেন।
এর মধ্যে পল্লবীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা শীলা ও পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা দুই শিশু নিয়ে আত্মসমর্পণ করেন।
ভেতরে অবস্থান করছেন ‘নব্য জেএমবির’ অর্থদাতা নিহত তানভীর কাদেরীর ছেলে আবীর এবং দুই নারী। তাদের বার বার আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ তবু তারা সাড়া দেননি।
শনিবার ভোর থেকে আশকোনায় হাজিক্যাম্পের কাছে তিনতলা ওই বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাস্থল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, “ভবনের নিচতলায় ‘জঙ্গি আস্তানা’ রয়েছে। যারা আত্মসমর্পণ করেছে, তারা অস্ত্র জমা দিয়েছে।”
এ আগে ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।”
বাড়িটেতে এখনো অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে প্রস্তুত রাখা হয়েছে।