শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
জাপানের কাছে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের দল
প্রকাশ: ০৯:৩০ am ১৬-১০-২০১৭ হালনাগাদ: ০২:০৩ pm ১৬-১০-২০১৭
 
 
 


প্রস্তুতি ম্যাচে এই জাপানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ হকি টুর্নামেন্টের মূল পর্বে এসে দলটির কাছেই কি না হেরে বসল স্বাগতিকরা। আজ রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের দল। 

আসরে এর আগে দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছেও হয়েছিল বাংলাদেশ। দুই দলের কাছেই হেরেছিল তারা ৭-০ গোলের ব্যবধানে। 

এদিন ম্যাচের ২২ মিনিটে কেনজি কিতাজাতোর হিটে এগিয়ে যায় জাপান (১-০)। ঠিক ছয় মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের সমতা নিয়ে আসে বাংলাদেশ (১-১)। গোলদাতা মামুনুর রহমান চয়ন। এবারের আসরে এটি বাংলাদেশের পক্ষে প্রথম গোল। 

ম্যাচের ৫৯ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় কেনতা তানাকা গোল করে জাপানকে ২-১ গোলে এগিয়ে দেন। পরের মিনিটে তানাকার আরেকটি গোলে ব্যবধান ৩-১ করে জয় নিশ্চিত করে জাপান। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT