প্রতিনিধি ঝিনাইদহঃ প্রায় ১৮ মাস পর ঝিনাইদহে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক খাঁজা ছমির উদ্দিন হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও বাইক উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের একটি পুকুর থেকে ছোরা ও মোটর বাইকটি উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, ২০১৬ সালের ৭ জানুয়ারি সদর উপজেলার কালুহাটি গ্রামের বেলেখাল বাজারে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত হোমিও চিকিৎসক খাঁজা ছমির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ড শেষে ঘাতকরা মোটর বাইক যোগে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যা মামলায় গ্রেফতারকৃত শিবির নেতা এনামুলকে জিজ্ঞাসাবাদ করলে সে খাজা ছমির উদ্দিন হত্যা কথাও স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক দেখানো স্থান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও মোটর বাইক উদ্ধার করা হয় বলে ওসি জানান।