শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। ডাম্বুলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। টস জিতেছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক উপল থারাঙ্গা। তিনি অবশ্য বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন।
১২৩তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের।
টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তে টেস্টে উইকেটের পিছনে না দাঁড়ালেও আজ ওয়ানডেতে কিপিং করবেন মুশফিকুর রহিম। সবশেষ একাদশ থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, কাজী নুরুল হাসান সোহান, তানভীর হায়দার। দলে এসেছেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ।
২০১৩ সালে সবশেষে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। রনগিরির এ মাঠে ২০১০ এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ৩টি ম্যাচেই হেরেছিল টাইগাররা। আজ অতীতের দুঃস্মৃতি কাটিয়ে জয়ে ফেরার লক্ষ্য বাংলাদেশ দল মাঠে নামবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।