শিরোপার দাবিদার নির্ধারিত হওয়ার পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর তাতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন প্রথমবারের মতো বাংলাদেশের আইসিসির কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলায় সবচেয়ে বড় অবদান রাখা বাঁহাতি উদ্বোধনী টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। প্রথমবারের মতো বাংলাদেশের আইসিসির কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলায় সবচেয়ে বড় অবদান রাখা তামিম ইকবাল জায়গায় পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে। একটি শতক আর দুটি অর্ধশতকে ২৯৩ রান এসেছে বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের ব্যাট থেকে। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ দারুণ তিনটি ইনিংসে ২৯৩ রান করেছেন তামিম ইকবাল। তবে ইনিংস উদ্বোধনের দায়িত্ব পেয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক শিখর ধাওয়ান ও ফাইনালের সেরা ফখর জামান। তাই তামিমের পছন্দের ওপেনিংয়ে জায়গা পাননি। এদিকে তামিমকে তিনে জায়গা করে দিতে কোহলিকে নামতে হচ্ছে চারে। সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ প্রকাশ করার বিচারকের দায়িত্বে ছিলেন মাইকেল আথারটন, সৌরভ গাঙ্গুলি, রমিজ রাজা, লরেন্স বুথ (উইজডেন অ্যালম্যানাকের সম্পাদক), জুলিয়ান গায়ার (এএফপির ক্রিকেট সংবাদদাতা) ও জিওফ অ্যালারডাইস (আইসিসির মহাব্যবস্থাপক)। পরিসংখ্যানের সঙ্গে ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতাকে গুরুত্ব দেওয়া কারণেই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান নেওয়ার পরও জায়গা হয়নি রোহিত শর্মার। আইসিসি সেরা একাদশে অধিনায়ক হিসেবে আছেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। একাদশে আছেন রানার আপ দল ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ড থেকে আছেন জো রুট, বেন স্টোকস ও আদিল রশীদ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির সেরা একাদশ:
১. শিখর ধাওয়ান (ভারত)- ৩৩৮ রান
২. ফখর জামান (পাকিস্তান)- ২৫২ রান
৩. তামিম ইকবাল (বাংলাদেশ)- ২৯৩ রান
৪. বিরাট কোহলি (ভারত)- ২৫৮ রান
৫. জো রুট (ইংল্যান্ড)- ২৫৮ রান
৬. বেন স্টোকস (ইংল্যান্ড)- ১৮৪ রান
৭. সরফরাজ আহমেদ (পাকিস্তান)- অধিনায়ক; ৭৬ রান ও ৯ ডিসমিসাল
৮. আদিল রশীদ (ইংল্যান্ড)- ৭ উইকেট
৯. জুনায়েদ খান (পাকিস্তান)- ৮ উইকেট
১০. ভুবনেশ্বর কুমার (ভারত)- ৭ উইকেট
১১. হাসান আলী (পাকিস্তান)- ১৩ উইকেট
১২. কেন উইলিয়ামসন; দ্বাদশ খেলোয়াড় (নিউজিল্যান্ড)- ২৪৪ রান।