শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
তৃতীয় দিনের খেলা শুরু : কঠিন লড়াইয়ে বাংলাদেশ
প্রকাশ: ০২:০০ pm ০৮-১০-২০১৭ হালনাগাদ: ০৩:০৫ pm ০৮-১০-২০১৭
 
 
 


দক্ষিণ আফ্রিকার ব্লমফন্টেইন ষ্টিডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৫৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে । দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার পর ফলো অনে পড়েছে বাংলাদেশ । প্রথম ইনিংসে তারা ১৪৭ রানে গুটিয়ে যায় । রোববার তৃতীয় দিনে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে টাইগরাররা । ক্রিজে আছেন ইমরুল কায়েস ১৫ ও মুসফিকুর রিহম ৫ রান নিয়ে । দক্ষিণ আফ্রিকার থেকে এখনো ৪১৯ রান পিছিয়ে টাইগাররা । হাতে মাত্র ১০ উইকেট। হ্যাঁ মাত্রই। ১০ উইকেট যে হারিয়ে বসেছে। সব উইকেট দক্ষিণ আফ্রিকা ৪১৯ রানের মধ্যে নিয়ে নিলে পাবে ইনিংস ব্যবধানে জয় । বাংলাদেশ ম্যাচ বাচাতে খেলতে হবে ঠান্ডা মাথায় ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৫৭৩/৪ ডিক্লে. (এলগার ১১৩, মারকরাম ১৪৩, আমলা ১৩২, ডু প্লেসি ১৩৫*; শুভাশিষ ৩/১১৮, রুবেল ১/১১৩)। বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪৭ (ইমরুল ২৬, সৌম্য ৯, মুমিনুল ৪, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ৪, লিটন ৭০, সাব্বির ০, তাইজুল ১২, রুবেল ১০, মোস্তাফিজ ০, শুভাশিষ ২*; রাবাদা ৫/৩৩, অলিভিয়ের ৩/৪০, পারনেল ১/৩৬, মহারাজ ১/৭)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৭/০ ( ইমরুল ৬, সৌম্য ১)।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT