শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ত্রিদেশীয় সিরিজে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে
প্রকাশ: ১০:০৩ am ১৭-০১-২০১৮ হালনাগাদ: ১০:০৯ am ১৭-০১-২০১৮
 
 
 


ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বুধবার (১৭ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়। সিরিজে শ্রীলঙ্কা এদিন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। অন্যদিকে, জিম্বাবুয়ের আজ দ্বিতীয় ম্যাচ। গত ১৫ জানুয়ারি সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে আট উইকেটে হেরেছিল তারা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে তারা ৪৩টিতে জিতেছে, ১০টিতে হেরেছে। বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গত বছর শ্রীলঙ্কা সফর করেছিল জিম্বাবুয়ে দল। ওই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি তারা ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল। ওই সিরিজের পরই অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই আবার অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন তিনি। কারণ, এই সিরিজের আগেই তাকে আবার নতুন করে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, ওয়ানিদু হাসারাঙ্গা, শিহান মাদুশানকা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদ্বীপ।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, পিটার মুর, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, ক্রিস এমপোফু/ব্লিজিং মুজারাবানি, টেন্ডাই সাতারা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT