বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নারী ক্রিকেটারদের জন্য পুরস্কার ২ কোটি টাকা
প্রকাশ: ১২:৩০ am ১২-০৬-২০১৮ হালনাগাদ: ১০:১৩ am ১২-০৬-২০১৮
 
 
 


টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতে অবিশ্বাস্য ইতিহাস গড়ায় জাতীয় নারী ক্রিকেট দলের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১১ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ পুরস্কার ঘোষণা করেন। 

‘এশিয়ার চ্যাম্পিয়ন’ নারী দল কুয়ালালামপুর থেকে সোমবার সন্ধ্যায়ই দেশে ফেরে। হোটেল সোনারগাঁওয়ে তাদের অভিবাদন জানায় বিসিবি। সেখানেই ব্রিফ করছিলেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, পুরো চ্যাম্পিয়ন দল দুই কোটি টাকা পুরস্কার পাবে। প্রত্যেকে পাবে ১০ লাখ করে। এছাড়া যারা ভালো পারফর্ম করেছে, তাদের বাড়তি প্রণোদনা দেওয়া হবে।

রোববার (১০ জুন) কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে পরাশক্তি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জেতে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। নারী এশিয়া কাপের বিগত ৬ আসরে ভারত চ্যাম্পিয়ন হলেও সেই তাদেরই নাস্তানাবুদ করে ছেড়ে দেয় বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ৭ উইকেটে হারানোর পর ফাইনালেও হারায় ৩ উইকেটে।

এমন ঐতিহাসিক জয়ের পর টাইগ্রেসরাও বোনাসের জোর দাবিদার! বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ভালোভাবেই অনুধাবন করে। তাই কি-না সোমবার এই পুরস্কার ঘোষণা করলেন বিসিবি প্রধান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT