সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ফুটবলে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ । প্রথমার্ধের সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করলেও অবশেষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ । সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় । ম্যাচের ২৭তম মিনিটে অভিষেক রিজালের গোলে এগিয়ে যায় নেপাল । কিছুক্ষণের মধ্যেই ম্যাচে সমতা আনে বাংলাদেশ । ৩০তম মোহাম্মদ আল আমিনের গোলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল । বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলের বিশ্বনাথ ঘোষকে । এরপর ৮০তম মিনিটে নেপালের রোমান লিম্বুর গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা । প্রথম ম্যাচে তিন গোলে পিছিয়ে থেকেও ভারতকে ৪-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ । পরের ম্যাচে মালদ্বীপকেও ২-০ ব্যবধানে হারায় তারা । সবার পয়েন্টই ৬ । বর্তমান চ্যাম্পিয়ন নেপালের কাছে হারায় বাংলাদেশের পয়েন্ট হয়েছে ৬ । এদিন স্বাগতিক ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত । এছাড়া ভুটান ও নেপালের পয়েন্টও ৬ করে ।বুধবার শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ । অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেপাল ।