শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
পরিবারসহ ওমরা হজ পালন করতে গেছেন সাকিব আল হাসান
প্রকাশ: ০৫:৪২ pm ২০-১২-২০১৭ হালনাগাদ: ০৫:৪৯ pm ২০-১২-২০১৭
 
 
 


বাংলাদেশের খ্যাতিমান খেলোয়াড় ও বিশ্বের ১ নম্বর অল রাউন্ডার বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান পরিবারসহ ওমরা হজ পালন করতে গেছেন ।

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫ম আসর শেষ করেই দুবাইয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে প্রথমবারের মতো আয়োজিত টি-টেন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এই বাংলাদেশী তারকা ক্রিকেটার। বিপিএলের ফাইনালে রংপুর রাইডার্সের কাছে হারলেও টি-টেনে সাকিবের দল কেরালা কিংস জিতেছে শিরোপা। ১৭ ডিসেম্বর রাতে টি-টেনের ফাইনাল অনুষ্ঠিত হয়।

দুবাইয়ে আর একদিন অবস্থান করেন সাকিব ও তাঁর পরিবার। এরপর ১৯ ডিসেম্বর বিকেলে সৌদি আরবে যান সাকিব আল হাসান। ওমরা হজ পালন করতে গেছেন এই ক্রিকেটার। সাথে আছে তাঁর সহধর্মিনী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রি। এদিকে ১৭ ডিসেম্বর ওমরা হজ পালন করতে গিয়েছেন শোবিজ তারকা অনন্ত জলিল। অন্যদিকে বিপিএল শেষ করে গিয়েছিলেন শাহরিয়ার নাফিস। সৌদি আরবে একটি ফ্রেমে দেখা গেছে এই তিন তারকাকে।

জানা গেছে আগামী ২৪ ডিসেম্বর দেশে ফিরবেন এই ক্রিকেটার।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT