শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
পর্দা উঠলো গণ বিশ্ববিদ্যালয়ে বিজনেস প্রিমিয়ার লীগের
প্রকাশ: ১০:৫৮ am ১৪-০১-২০১৮ হালনাগাদ: ১১:০০ am ১৪-০১-২০১৮
 
 
 


মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

 উৎসব মুখর পরিবেশ পর্দা উঠলো সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বিজনেস প্রিমিয়ার লীগের (বিপিএল) ১ম আসরের।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন শনিবার (১৩ জানুয়ারী) দুপুর ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেন। এসময় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল ইসলাম মাছুমসহ বিভাগের শিক্ষকদের পাশাপাশি কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রথম পর্বের খেলায় জয় পেছেয়ে স্পার্টান স্ট্রাইকার্স দল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রয়েল বাংলা বয়েস টির্ম। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে স্পার্টান স্ট্রাইকার্স। পরে ব্যাটিংয়ে নেমে রয়েল বাংলা বয়েস টির্ম সকল উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৭ রান। এ খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন স্পার্টান স্ট্রাইকার্স এর আরিফ।

রয়েল বাংলা বয়েস টির্মের ইমতিয়াজ মাহমুদ সাদ্দাম প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, প্রতিবছর এধরণের আয়োজন বিভাগের সিনিয়র জুনিয়রের সম্পর্ক আরো মজবুত করবে। তাছাড়া সামনে আন্তঃ বিভাগ ক্রিকেটে টুনামেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগ এ খেলার মাধ্যমে ভাল কিছু ক্রিকেটার খুজে পাবে বলে তিনি মনে করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। পড়াশোনার পাশাপাশি ছাত্রদের খেলাধুলা চর্চাও প্রয়োজন। যা তাদের জ্ঞান-ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, এবার প্রথম বারেরমত অনুষ্ঠিত বিপিএল আসরে মোট ৬টি দল অংশগ্রণ করছে। প্রতিদিন খেলা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT