সবশেষ ২০১২ সালে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এরপর মাঝে কেটে গেছে ৫টি বছর। বদল হয়েছে বেশ কয়েকজন কোচ। কিন্তু লা লিগার শিরোপা জেতা হয়নি মাদ্রিদের ক্লাবটির।
অবশেষে ৫ বছরের শিরোপা খরা কাটিয়েছে রিয়াল। লা লিগার শেষ ম্যাচে রোববার রাতে মালাগাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রোনালদো-বেল-বেনজেমারা। অবশেষে কিংবদন্তি জিনেদিন জিদানের হাত ধরে লা লিগার শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা।
এটা তাদের ৩৩তম লিগ শিরোপা। এই মৌসুমে লা লিগার প্রত্যেকটি ম্যাচে গোল করার রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো লা লিগার চলতি আসরে করেছেন ২৫ গোল। সবচেয়ে বেশি গোল করেছেন লিওনেল মেসি, ৩৭টি।
রোববার রাতে মালাগার বিপক্ষের ম্যাচের জয়-পরাজয়ের উপর নির্ভর করছিল রিয়ালের লা লিগার শিরোপা জয়ের বিষয়টি। এই ম্যাচে হেরে গেলে তাদের পেছনে ফেলে শিরোপা জিতে নিত বার্সেলোনা। কিন্তু সেটা আর হতে দেননি ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। মালাগার বিপক্ষে ম্যাচের ১ মিনিটের মাথায়ই গোল করে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। এই গোলটি ছিল লা লিগার এই আসরে রোনালদোর ২৫তম গোল। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটে করিম বেনজেমা (১১তম গোল) আরো একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। পাশাপাশি নিশ্চিত করেন লা লিগার শিরোপাও।
অবশ্য এইবারের বিপক্ষে শেষ ম্যাচটি জিতেছে বার্সেলোনাও। তারা ৪-২ গোলে হারিয়েছে এইবারকে। কিন্তু শিরোপা জেতা হয়নি তাদের।
ম্যাচ শেষে জিনেদিন জিদান জানিয়েছেন তার পেশাদার জীবনে এটা শ্রেষ্ঠ দিন। ফরাসি এই কিংবদন্তি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। জুভেন্টাসের হয়ে ইতালিয়ান সিরি’আ লিগের দুইটি শিরোপা জিতেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। কিন্তু সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন সবকিছুর চেয়ে তার কাছে আনন্দের কোচ হিসেবে লা লিগার শিরোপা জেতাটা।
জিদান বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আপনি কোথায় আছেন সেটা আপনি জানেন। এখানে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। আমি অবশ্য সেটা পছন্দ করি। যখন খেলোয়াড় ছিলাম তখন এগুলোর মধ্য দিয়েই গিয়েছি। এই ক্লাবের হয়ে আমি সবকিছু জিতেছি। এই জার্সি গায়ে। কিন্তু কোচ হিসেবে লা লিগা জেতাটা ভিন্ন। আমার কাছে সবচেয়ে সেরা। নিশ্চিতভাবে বলা যায় যে, ৩৮ ম্যাচ পরে প্রথম হওয়াটা আমার পেশাদার জীবনের সবচেয়ে খুশির দিন। এ নিয়ে আর কিছু বলার ভাষা আমার মুখ থেকে বের হচ্ছে না। তবে ভেতরে ভেতরে আমি খুব, খুউব খুশি।’