ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এসময় উপহার হিসেবে জাতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এ রাজনৈতিক ব্যক্তিত্বকে। বুধবার (১৭ জানুয়ারি) সাকিব নিজ ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে সাকিব লিখেছেন, বাংলাদেশ ও বাঙালির অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরকালীন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের জার্সি দিতে পেরে আনন্দবোধ করছি। তিনি সব সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ গত ১৪ জানুয়ারি ঢাকায় আসেন প্রণব। ঢাকায় সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তার ঢাকা ছাড়ার করার কথা রয়েছে।