শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ফিলিস্তিনে যাচ্ছে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল
প্রকাশ: ১০:৩৩ am ০৯-০৭-২০১৭ হালনাগাদ: ১০:৩৫ am ০৯-০৭-২০১৭
 
 
 


ভুটান বিপর্যয়ের পর জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক কোনো শিডিউল নেই। কবে খেলবে তারও নিশ্চয়তা নেই। তবে এএফসি অনূর্ধ্ব- ২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে অংশ নিতে আজ (রোববার) ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। শনিবার (০৮ জুলাই) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফেডারেশন কর্তারা। আগামী ১৯ থেকে ২৩ জুলাই ফিলিস্তিনে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব- ২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সে লক্ষ্যে আগামীকাল দেশ ছাড়বে অনুর্ধ্ব-২৩ দল। নেপাল, কাতার ও জর্ডান হয়ে ফিলিস্তিন যাচ্ছে লাল-সবুজর দল। তার আগে ১১ জুলাই নেপালে অনূর্ধ্ব- ২৩ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর কাতার গিয়ে ১৩ জুলাই খেলবে মধ্যপ্রাচ্যের ওই দেশটির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আরেকটি প্রস্ততি ম্যাচ খেলবে তারা। প্রতিযোগিতায় ’ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান, তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন। বাংলাদেশ দল: সোহেল রানা, রুবেল মিয়া, টুটুল হোসেন বাদশা, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি, নুরুল নাইম ফয়সাল, জাফর ইকবাল, মো. আবদুল্লাহ, সুশান্ত ত্রিপুরা, মো. নাইম, সোহেল মিয়া, মাহফুজ হাসান প্রীতম, আতিকুজ্জামান, দিদারুল আলম, খালেকুর জামান সবুজ, ফজলে রাব্বি, তকলিস আহমেদ, মনজুরুর রহমান মানিক, আসাদুজ্জামান বাবলু, জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আনিসুর রহমান, রহমত মিয়া। অপেক্ষমান: সুজন, মনসুর আমিন, মো. ইব্রাহিম এবং সারোয়ার জামান নিপু।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT