শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ৩ কিশোরী ফুটবলার
প্রকাশ: ১০:০৮ am ৩০-১২-২০১৭ হালনাগাদ: ১০:১১ am ৩০-১২-২০১৭
 
 
 


এস এম জামাল, কুষ্টিয়া : সম্প্রতি সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারিয়ে বাংলাদেশি কিশোরিরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাফ অনূর্ধ্ব-১৫ নারী দলে কুষ্টিয়া জেলার দুই কিশোরীও অংশগ্রহন করছে। কুষ্টিয়ায় বেড়ে ওঠা নিলুফা ইয়াসমীন নিলা, দিপা খাতুনসহ সাতক্ষীরার মেয়ে মাসুরা পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-১৫ নারী দলের এই তিন খেলোয়াড় কুষ্টিয়ায় এসে পৌছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান মৌবনের কর্মকর্তারা। মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনি তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিজয়ের মাসে দেশবাসীকে বড় একটি উপহার দিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলের মেয়েরা। কিশোরী মেয়েদের সাফল্যে আমরা গর্বিত। গোটা বাংলাদেশ গর্বিত। তিনি বলেন, গত সপ্তাহে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশি কিশোরিরা। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজ জার্সীধারীরা। আর এই কৃতিত্বে আমাদের কুষ্টিয়া জেলার দুই কিশোরীও অংশগ্রহন করছে জেনে আমার খুব ভালো লাগছে।

নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। এসময় মৌবনের সিইও হাবিবুল আলম, জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল, সংগঠক আইয়ুব হোসেনসহ মৌবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খেলোয়াড়দের হাতে বিভিন্ন উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, রবিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন শামসুন্নাহার। শেষ অবদি ম্যাচে আর কোন গোল না হলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT