নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ জুটিতে হাফসেঞ্চুরি আসার পর বৃষ্টি বাধা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ৪৮ ও রিয়াদ ১৩ রানে অপরাজিত আছেন।
দলীয় ৬০ রানে দুই উইকেট হারানোর পর টাইগারদের প্রথম ইনিংসে মেরামতের কাজে লেগে পড়েন মুমিনুল ও রিয়াদ। দু’জনে বেশ সাবলীল ব্যাটিংয়ে মোকাবেলা করতে থাকেন কিউই বোলারদের। তবে বৃষ্টি বাধা এসে থামিয়ে দেয় ইনিংসের গতি।
এর আগে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে তামিম ইকবাল আর ইমরুল কায়েস ক্রিজে আসেন। তবে বাংলাদেশ ইনিংসের প্রথম সেশনে টিম সাউদির প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই প্রমাণ হয়ে যায় পিচ বিশ্লেষকদের বিশ্লেষণ। দুর্দান্ত বাউন্সে ক্যাচ ওঠাতে বাধ্য করেন ইমরুলকে। হয়তো বুঝিয়ে দিতে চাইলেন, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এই টেস্টটা পেসারদেরই হবে।
এদিকে তামিম শুরুটা ভালই করেছিলেন। তামিমের ১৫ রানের সুবাদে তিন ওভার শেষে দলীয় সংগ্রহ তখন ১৬ রান। চতুর্থ ওভারে স্ট্রাইকে আসেন ইমরুল। টিজি সাউদি ওভারের চতুর্থ বলটি শর্ট লেন্থে দুর্দান্ত এক বাউন্স ছোঁড়েন। লেগ স্ট্যাম্পের ওপর বুক উচ্চতায় ওঠা বলটি হুক করতে যেয়ে নিয়ন্ত্রণ হারান ইমরুল। ব্যাটের মাঝখানে খোঁচা খেয়ে বাতাসে ভেসে ওঠে বল। সহজ ক্যাচ লুফে নেন কাছেই দাঁড়িয়ে থাকা বোল্ট। সাত বলে এক রানের সংগ্রহ নিয়ে মাঠ ছাড়েন ইমরুল।
এদিন ইমরুল দ্রুত আউট হয়ে গেলেও আরেক ওপেনার তামিম ছিলেন বেশ আগ্রাসী। ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি। শেষে ১১টি চারের সাহায্যে ৫০ বলে ৫৬ রান করেন তিনি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও কামরুল ইসলাম রাব্বি।
নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং, মিচেল স্ট্যান্টনার, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।