শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বান্দরবা‌নে আগুনে পুড়ে গেছে পাঁচটি‌ দোকান
প্রকাশ: ০৯:৩৬ am ১৯-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৪১ am ১৯-১০-২০১৭
 
 
 


বান্দরবা‌নের লামা উপজেলা বাজার মসজিদ এলাকায় আগুনে পুড়ে গেছে পাঁচটি‌ দোকান। এতে  ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে পার্শ্ববর্তী আরো ক‌য়েক‌টি দোকান ও ভবন।

আজ বৃহস্প‌তিবার সকা‌ল ৬টার দিকে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট থে‌কে আগুনের সূত্রপাত হ‌য়। আগুন মুহূর্তেই চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে পুড়ে যায় বাজারের পাঁচটি দোকান। খবর পে‌য়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

লামায় ফায়ার সার্ভিসের দপ্তর নেই। তাই সেনাবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

আগু‌নে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ ১০ লাখ টাকা ছা‌ড়ি‌য়ে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ী‌রা।

লামা পৌরসভার মেয়র জ‌হিরুল ইসলাম জানান, বাজা‌রের এক‌টি দোকা‌নে বৈদ্যুতিক শটসা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত ঘ‌টে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT