শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সৌদিতে কারখানা আগুন, দুই বাংলাদেশিসহ নিহত ১০
প্রকাশ: ০৯:৪০ am ১৬-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৪২ am ১৬-১০-২০১৭
 
 
 


সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় আগুন লেগে দুই বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। শনিবার রাতে রাজধানী রিয়াদের শিফা সানাইয়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সৌদি অগ্নিনির্বাপণ বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার উইংস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নিকট আত্মীয় তাদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানার নজির দিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ (৩২)। তারা দুজনই বিবাহিত ছিলেন। লেবার উইংসের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় থানা এবং হাসপাতালে মরদেহ শনাক্তের কাজ করছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT