আসন্ন ২০১৭ সালের “ওয়াল্ড জুনিয়র ব্রীজ চ্যাম্পিয়নশীপ, এশিয়া গেমন এবং অলিম্পিক গেমস” সামনে রেখে বাংলাদেশ ব্রীজ ফেডারেশন নারী ব্রীজ খেলোয়াড় বাছাইকরণ শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্রীজ ফেডারেশন বাংলাদেশের বিভিন্ন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে। উক্ত বাছাই করা নারীদের নিয়ে গঠন করা হবে বাংলাদেশের “ন্যাশনাল জুনিয়র মহিলা ব্রীজ টীম”।উক্ত টীম “ওয়াল্ড জুনিয়র ব্রীজ চ্যাম্পিয়নশীপ, এশিয়া গেমন এবং অলিম্পিক গেমস” এ অংশ গ্রহণ করবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের সভাপতি জনাব মুশফিকুর রহমান মোহন বলেন , আসন্ন “ওয়াল্ড জুনিয়র ব্রীজ চ্যাম্পিয়নশীপ, এশিয়া গেমন এবং অলিম্পিক গেমস” বাংলাদেশের অবস্থান উন্নতি করার লক্ষ্যে আমরা সকল স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ব্রীজ খেলোয়াড়দের দৃষ্টি করছি যাতে এই সকল খেলোয়াড়দের মধ্যে থেকে আমরা যাচাই-বাছাই করে ভালো একটা টীম গঠন করতে পারি। তিনি আরো বলেন, নির্বাচিত খেলোয়াড়দের ব্রীজ ফেডারেশন এর উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগ্রহী সকল স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অতিসত্ত্বর বাংলাদেশ ব্রীজ ফেডারেশনে যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগ-
মুহাম্মদ নাজমুল হক কিরণ
০১৭১২৭৫৯২০৯
বিস্বজিত সাহা
০১৭১৫৫৯৫০৪৬