শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ঝিনাইদহের
মথুরাপুরে জমকালো আয়োজনে ২০১৭-ক্রিকেটলীগ খেলা সম্পন্ন
প্রকাশ: ১১:০০ am ২৩-১২-২০১৭ হালনাগাদ: ১১:০৭ am ২৩-১২-২০১৭
 
 
 


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মথুরাপুরে জমকালো আয়োজনে ২০১৭-ক্রিকেটলীগ খেলা সম্পন্ন হয়েছে। ২২শে ডিসেম্বর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মথুরাপুর পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত যথাযোগ্য মর্যাদায় উক্ত খেলা সুসম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সাইদুল করিম মিন্টু, মেয়র ঝিনাইদহ পৌরসভা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন কাউন্সিলর, ৭নং ওয়ার্ড ঝিনাইদহ পৌরসভা। সকালে মহিলাদের বালিশ খেলায় বহ্নি, ময়না, জলি, চামেলী ও মমতাজ সহ আরো অনেকের অংশগ্রহন করার মধ্যদিয়ে দিন ব্যাপি খেলার আয়োজন শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বলিষ্ট হাতে খেলা পরিচালনার করেন মোঃ তাহিদুজ্জামান। এছাড়াও বালক ও বয়স্কদের মোরগ লড়ায়ে অংশগ্রহন করেন, সজিব, আদিত্য, হাবিব, বজলু ও মজিবার মন্ডল প্রমুখ। বিকালে ২০১৭-ক্রিকেটলীগ খেলায় অংশগ্রহন করেন মথুরাপুর পশ্চিমপাড়ার রাজু আহাম্মেদ, হিল্লাল হোসেন, শিমুল, তুহিন, সোহেল, ওহিদ, বিপ্লব, রাজন, নয়ন, বাধন, তুষার ও সবুজ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আজিবর, সিরাজ, হাশেম,জামাল কাজী, দাউদ, জাফর, রবিউল, বিল্লাল, শাহাদত, সনজের, হাবিব চৌধুরী ও সাংবাদিক জাহিদুর রহমান তারিক সহ আরো অনেকে। দিন ব্যাপি এ অনুষ্ঠানটির ধারাভাষ্যে ছিলেন ঝিনাইদহ এলাকার বিখ্যাত ধারাভাষ্যকার জনাব বজলুর রহমান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT