বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
মাইলফলকের ম্যাচে দেশকে জেতাতে মুখিয়ে থাকবেন মাশরাফিও
প্রকাশ: ০৪:৫৭ pm ২১-১০-২০১৭ হালনাগাদ: ০৪:৫৯ pm ২১-১০-২০১৭
 
 
 


বাংলাদেশকে টানা জেতাতে শিখিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। ২০১৪ সাল থেকে চৌকস সেনাপতির মতো লাল-সবুজের দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। মাশরাফির অধীনে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোকে হারায় মাশরাফির দল। তিনিই যে বাংলাদেশের সেরা অধিনায়ক এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আরেকটি দারুণ মাইলফলক ছুঁতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। আগামীকাল রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ৫০তম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন ম্যাশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ দিয়েই ৫০তম ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করবেন মাশরাফি। সংখ্যার বিচারে তাঁর সামনে রয়েছেন কেবল দুজন। ৬৯টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সবার ওপরে রয়েছেন হাবিবুল বাশার সুমন। ইস্ট লন্ডনে টস করার সময় মাশরাফি ছুঁয়ে ফেলবেন সাকিব আল হাসানকে। বিশ্ব সেরা এই অলরাউন্ডার বাংলাদেশকে ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দেন।

দলকে জেতানোর দিক দিয়ে মাশরাফির সামনে রয়েছেন কেবল হাবিবুল বাশার। সাবেক এই ব্যাটসম্যানের নেতৃত্ব ২৯ ম্যাচে জয় পায় বাংলাদেশ। সেখানে ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাশরাফি জিতিয়েছেন ২৭টি ম্যাচে। 

আইসিসির টুর্নামেন্টে মাশরাফির নেতৃত্ব সর্বজনবিদিত। ২০১৫ সালে প্রথমবারের মতো তাঁর অধীনেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে। এ ছাড়া এই বছর মাশরাফির নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠে লাল-সবুজের দল।

দক্ষিণ আফ্রিকা সফরে ভালো নেই বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে সিরিজটাও হেরে বসেছে। ইস্ট লন্ডনে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে নামবে বাংলাদেশ। মাইলফলকের ম্যাচে দেশকে জেতাতে মুখিয়ে থাকবেন মাশরাফিও।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT