মাশরাফির নেতৃত্বে ওয়ানডে দলের ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে। শনিবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। দুবাই থেকে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় দলের সাথে তাঁরা যোগ দিবেন কাল ৮ই অক্টোবর। দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার দলপতি মাশরাফি ম্যাচ জেতার অনেক কথা বলেছেন।
মাশরাফি বলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সব সময়ই কঠিন । চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়েও কঠিন। তবে ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহ করার মত দল। আশা করছি আমরা ভাল খেলবো। দলে আছেন অন্যান্যদের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান, নাসির হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন।