দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনেই ইনিংস ও ২৫৪ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। শুক্রবার (০৬ অক্টোবর) ব্লুমফন্টেইনে শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন টাইগার দলপতি মুশফিক। টস হেরে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১২০ ওভারে ৪.৭৭ রানরেটে ৫৭৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। ফলে আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৭২ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে এ ম্যাচে এক ইনিংস ও ২৫৪ রানের হারের লজ্জা নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ হারতে হয় বাংলাদেশকে। এর আগে আগের দিনের করা বিনা উইকেটে ৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে বাংলাদেশের হয়ে কেউই তেমন সুবিধা করকে পারেন নি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মাহমুদুল্লাহ। উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর দুইটায় দক্ষিণ আফ্রিকার ডায়ামন্ড ওভালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।