মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে ভর করে শুরুর বিপর্যয় সামলে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে টাইগাররা। নির্ধারিত ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ১৪১।
শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫২ রানের ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ছিল ৩টি করে চার-ছক্কার মার। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে চাপের মুখেও উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে সাত নম্বরে নামা মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে।
ওয়ানডে সিরিজ হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজের ৫০তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির বলে লুক রনকির গ্লাভসে আটকা পড়েন ইমরুল কায়েস (০)। ওপেনিংয়ে নির্ভরতার প্রতীক তামিম ইকবালও বেশিদূর যেতে পারেননি। তাকে টম ব্রুসের ক্যাচবন্দি করে টি-২০ অভিষেকেই উইকেটের স্বাদ পান বাঁহাতি পেসার বেন হুইলার।
পাওয়ার প্লে’র শেষ ওভারে জোড়া আঘাত হানেন এ ফরমেটে আরেক অভিষিক্ত পেসার লুকি ফার্গুসন। সাব্বির রহমানের (১৬) পর প্রথম বলেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার (০)। ব্যাটিং অর্ডারে নিচে নামিয়ে আনা হলেও টানা রান খরায় ভোগা সৌম্য ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। দলীয় ৩০ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। ১১তম ওভারে সাকিবকে (১৪) মিচেল স্যান্টনারের ক্যাচ বানিয়ে কিউইদের স্বস্তি এনে দেন কলিন ডি গ্র্যান্ডহোম।
এক প্রান্ত আগলে রাখেন মাহমুদউল্লাহ। মোসাদ্দেক হোসেনকে নিয়ে আরো ৩২ রান যোগ করেন। ১৬তম ওভারে মোসাদ্দেককে (২০) কোরি অ্যান্ডারসনের ক্যাচে পরিণত করে উইকেটের খাতায় নাম লেখান স্পিনার মিচেল স্যান্টনার। মাত্র ১ রানে হুইলারের বলে কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন মাশরাফি।
সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন লুকি ফার্গুসন। বেন হুইলার দু’টি আর একটি করে নেন ম্যাট হেনরি, কলিন ডি গ্র্যান্ডহোম ও মিচেল স্যান্টনার।
নতুন বছরে দু’দলের এটি প্রথম ম্যাচ। জয় দিয়ে ২০১৭ সালে শুভ সূচনায় চোখ রাখছেন মাশরাফি-উইলিয়ামসন। শেষ হাসি কে হাসবেন সেটিই এখন দেখার বিষয়!
ওয়ানডেতে সুযোগ না পেলেও একাদশে ফিরেছেন পেসার রুবেল হোসেন। রান খরায় ভোগা সৌম্য সরকারের ওপরও আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে মুশফিকুর রহিম দলের বাইরে। প্রথম ওয়ানডেতে বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত হয়ে টি-২০ সিরিজে ছিটকে গেছেন মার্টিন গাপটিল। স্কোয়াডে তার জায়গায় সুযোগ পেয়েছেন ওডিআই সিরিজের সর্বোচ্চ রানস্কোরার ৩৩ বছর বয়সী নেইল ব্রুম।
এ ম্যাচ দিয়ে কিউইদের হয়ে তিনজনের টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। এরা হলেন টম ব্রুস, দুই পেসার লুকি ফার্গুসন ও বেন হুইলার।
প্রসঙ্গত, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র্যাংকিংয়ের এক নম্বর দল নিউজিল্যান্ড। পরিসংখ্যানে ব্ল্যাক ক্যাপসদের সাফল্য শতভাগ। এখন পর্যন্ত চারবারের মুখোমুখি সাক্ষাতে একবারও জয়ের দেখা পায়নি টাইগাররা। সবশেষ এ বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে মোস্তাফিজ নৈপুণ্যে (একাই ৫ উইকেট নেন) কিউইদের ১৪৫ রানে আটকে রেখেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব অাল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), নেইল ব্রুম, কলিন মানরো, কোরি অ্যান্ডারসন, টস ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক রনকি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, বেন হুইলার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন।