ন্যু ক্যাম্পে লা-লিগার লড়াইয়ে বার্সেলোনা পরাজিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদকে। লিওনেল মেসি দারুণ এক ফ্রি-কিক থেকে দলকে এনে দিয়েছেন ১-০ গোলের জয়। ম্যাচ জিতলেও অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার চোট অবশ্য ভাবাচ্ছে দলটিকে।
এই জয়ের সুবাদে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোল ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা। বার্সার জয় তুলে নিয়েছে মোট ১২ ম্যাচে আর বাকি চার ম্যাচ হয়েছে ড্র।
আর এই নিয়ে চলতি মৌসুমের মোট ৩০ ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা। তাই শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল তারা। লিগ রেসে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৮।
এদিন ম্যাচের ২৫ মিনিটে সুয়ারেজ ফাউলের শিকার হন ডি-বক্সের বাইরে। সে সুবাদে পাওয়া ফ্রিকিক নিতে যান মেসি। বাঁ পায়ের বাঁকানো শটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই গোল দিয়ে মেসি ছুঁয়েছেন ক্যারিয়ারের ৬০০তম গোল।
এর খানিক পরেই অবশ্য আর্জেন্টিনা অধিনায়ককে দেখতে হয়েছে হলুদ কার্ড। ৩৬ মিনিটে হ্যামস্ট্রিং ইঞ্জুরির কবলে পড়ে মাঠ ছাড়তে হয় ইনিয়েস্তাকে। আন্দ্রে গোমেজ মাঠে নামেন দলপতির বদলি হিসেবে।
বাকি সময়ে দুই দলই সানিয়ে গেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। কোনো দলই অবশ্য গোলের মুখ দেখেনি। ৮৬তম মিনিটে অতিথি দলের গামেরিওর গোল অফসাইডের দরুন বাদ পড়ায় স্বাগতিকরা মাঠ ছাড়ে এক গোলের জয় নিয়েই।
ঘরের মাঠে পাওয়া এই জয়ে লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো বার্সেলোনা। অ্যাথলেটিকো পয়েন্ট ব্যবধানও বাড়িয়ে নিয়েছে। ২৭ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৯ পয়েন্ট। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে রয়েছে অ্যাথলেটিকো।