বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাব্বিরকে বিসিবি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ
প্রকাশ: ০৫:৪৫ pm ০১-০১-২০১৮ হালনাগাদ: ০৫:৪৮ pm ০১-০১-২০১৮
 
 
 


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে সাব্বির রহমানকে। সোমবার (০১ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বাদ দেওয়া হয়েছে ।  সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি সাব্বিরের ইস্যুটি নিয়ে বসে । সেখানে ম্যাচের কর্তব্যরত আম্পায়াররাও উপস্থিত ছিলেন । শুনানির পর সাব্বিরকে বোর্ডের চুক্তি থেকে অনির্দিষ্ট কালের জন্য বাদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ২১ ডিসম্বের জাতীয় লিগের শেষ রাউন্ডের ওই ম্যাচে গ্যালারি থেকে ২১ বছর বয়সী এক দর্শক মজা করে সাব্বিরকে কিছু একটা বলেছিল। আর তাতেই মেজাজ হারান তিনি। এর কিছু পরে এক বন্ধুকে দিয়ে ওই দর্শককে সাইডস্ক্রিনের পাশে নিয়ে আসেন সাব্বির। এরপর মারধর করা হয় ওই দর্শককে। এ বিষয়ে ওই ম্যাচের ম্যাচ রেফারি শাওকতুর রহমান চিনু জিজ্ঞাসাবাদ করতে গেলে রেগে যান সাব্বির। হুমকি দেন ম্যাচ রেফরিকেও। একদিন পর সাব্বিরের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিসিবিতে রিপোর্ট দেন ম্যাচ রেফারি। মেজাজী ক্রিকেটার হিসাবে বেশ পরিচিত হয়ে উঠেছেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। বাজে আচরণের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাঁর নামের পাশে। সদ্য শেষ হওয়া বিপিএলর আম্পায়ারকে গালি দেওয়ার কারণে দেড় লাখ টাকা জরিমানা গুণতে হয়েছিল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT