নিখোঁজের দুইদিন পর শেরপুরে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ছনকান্দা মিয়াবাড়ী এলাকার মৃগী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, গত সোমবার নিহত আশরাফ আলী অটোরিকশা নিয়ে বের হয়। এরপর বাড়ি না ফেরায় মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
পরদিন তার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যে আশরাফকে হত্যা করা হয়েছে।