বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিএম কলেজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত তানজিম বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্সের শিক্ষার্থী ও বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা শাহিন খানের ছেলে।
তানজিমের সহপাঠীরা জানান, তানজিম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গে তানজিমের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় তানজিমকে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএম কলেজ ছাত্রলীগের একাংশের নেতা রিফাত।
এদিকে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল।
তিনি জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।