শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা
প্রকাশ: ১০:৩১ am ০১-০৪-২০১৮ হালনাগাদ: ১০:৩৩ am ০১-০৪-২০১৮
 
 
 


আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে নেমে হারের শঙ্কা জেগেছিল বার্সেলোনার। তবে তেমনটি হতে দেননি লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। খেলার একেবারে শেষ দিকে দুই তারকার গোলে হার এড়ালো আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

সেভিয়ার মাঠ স্তাদিও রামোন সানচেজ পিজুয়ানে আতিথিয়েতা নিতে যায় বার্সা। তবে খেলার ৩৬ মিনিটে সেভিয়ার ফুটবলার ফ্রাঙ্কো ভাজকুয়েজের গোলে লিড পায় স্বাগতিকরা। আর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে লুইস মুরিয়েলের গোলে ব্যবধান দ্বিগুণ হয় দলটির।

এদিকে ম্যাচের ৫৮ মিনিটে ওসমান ডেম্বেলের বদলি হিসেবে মেসি মাঠে নামলে খেলায় প্রাণ ফিরে পায় কাতালানরা। আক্রমণের ধারও বাড়ে দলটির।

পরে ৮৮ মিনিটে প্রথম সাফল্য পায় বার্সা। কর্নার থেকে পাওয়া বলে বাইসাইকেল কিকে জালে পাঠান সুয়ারেজ। এক মিনিট পরেই ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জালের দেখা পান মেসি।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

লিগে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT