আবারও ওয়ানডে ক্রিকেটে রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ। ৩২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিপর্যস্ত শ্রীলঙ্কা মাত্র ৩২.২ ওভারে ১৫৭ রানে অলআউট হয়। ফলে এ ম্যাচে ১৬৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা। রানের ব্যবধানে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড। শ্রীলঙ্কা এর আগে কখনোই বাংলাদেশের কাছে ১০০ রানের ব্যবধানে হারেনি। আর ২০১২-১৩’র ওয়ানডে সিরিজে খুলনায় সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে ১৬০ রানে জয় পেয়ছিল বাংলাদেশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এ রকম দাপুটে ভঙ্গিতে বড় জয় দিয়ে ফাইনালের পথেও অনেকখানি এগিয়ে গেল টাইগাররা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৮৪, মুশফিকুর রহিমের ৬২, সাকিব আল হাসানের ৬৭ ও সাব্বির রহমানের ২৪ রানের ঝড়ো ইনিংসটিতে ভর করে স্কোরবোর্ডে ৩২০ রান জমা করেছিল বাংলাদেশ।