শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
শ্রীলঙ্কার ১০ উইকেটর বড় জয়
প্রকাশ: ০৩:১১ pm ২৫-০১-২০১৮ হালনাগাদ: ০৩:১৮ pm ২৫-০১-২০১৮
 
 
 


ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী পর ১০ উইকেটর বড়  নিয়ে ফিরল শ্রীলঙ্কার ।

এর আগে  ৮২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৮ বল আর ৩ রানের মধ্যে পড়েছে শেষ ৪ উইকেট! জয়ের জন্য শ্রীলঙ্কার চাই মাত্র ৮৩ রান।

এটি বাংলাদেশের নবম সর্বনিম্ন ওয়ানডে স্কোর। 

স্কোর: বাংলাদেশ ৮২/১০ (২৪ ওভার)।

শ্রীলঙ্কা ৮৩/০ (১১.৫ওভার)।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

 


দুটি পরিবর্তন শ্রীলঙ্কা দলে: শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরিতে পড়া কুশাল পেরেরার পরিবর্তে এসেছেন দানুস্কা গুনাথিলাকা। নুয়ান প্রদ্বীপের জায়গায় এসেছেন দুশমন্থ চামিরা।

 

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, কুশল মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, সুরাঙ্গা লাকমাল, দুশমস্থ চামিরা, থিসারা পেরেরা ও লাকশান সান্দাকান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT