শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সাংবাদিকদের প্রতি মুশফিকের অনুরোধ
প্রকাশ: ০১:১৩ pm ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ০১:১৫ pm ১৬-০৯-২০১৭
 
 
 


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভালো যায়নি সৌম্য সরকারের। নাসির হোসেন তো বাদই পড়ে গেলেন দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে। ইমরুল, সাব্বিরও সুবিধা করতে পারেননি। তাই দক্ষিণ আফ্রিকা সফরে দলে থাকা নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। ধারাবাহিক সমালোচনার ফলে ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তাই খেলোয়াড়দের ওপর চাপ তৈরি হতে পারে এমন মন্তব্য বা সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে শনিবার সংবাদ সম্মেলনে মুশি বলেন, 'যেকোনো খেলোয়াড়ই ভালো করতে চায়। কেউই খারাপ খেলতে চায় না। তাই আপনাদের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ, সম্প্রতি ইমরুল, সৌম্য, সাব্বির- ওদের তিন চারজনকে নিয়ে অনেক কথা হচ্ছে। খেলোয়াড়দের নিয়ে কথা হতেই পারে। সেটা কোন বিষয় না। কিন্তু অপ্রয়োজনে তাদের ওপর কোন চাপ তৈরি করে দেবেন না যাতে তারা স্বস্তির জায়গাটা থেকে বেরিয়ে যায়। ওরা যদি ভালো পারফর্ম করতে না পারে তাহলে আমাদের টিমেরই ক্ষতি। এতে কিন্তু কারো ব্যক্তিগত কোন লাভ বা ক্ষতি নেই, এটা বাংলাদেশ দলের ক্ষতি।'

মুশফিকের মতে, এই ক্রিকেটারদের বিকল্প বর্তমানে বাংলাদেশে খুব বেশি নাই। তাই তাদের বিব্রতকর প্রশ্ন করা থেকে বিরত থাকার অনুরোধ করেন ক্যাপ্টেন।

'এই খেলোয়াড়দের বিকল্প পেতে অনেক সময় লাগবে। আপনারাও জানেন, আন্তর্জাতিক ক্রিকেট আগের থেকে এখন কতো কঠিন। বছরে প্রায় ৯ মাসই আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। এখানে ধারাবাহিকভাবে পারফর্ম করা অনেক কঠিন। আপনারা অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু তাদের বার বার এমনভাবে প্রশ্ন করবেন না বা তাদের হাইলাইটেড করবেন না। অনেক সময় আমরা অনেক কিছু না দেখতে চাইলেও এদিক ওদিক থেকে কানে চলে আসে। এটা অনেক সময় খেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।'

খেলোয়াড়দের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে মুশফিক বলেন, 'ভবিষ্যতে আমাকে নিয়েও বলেন তাতে কোন সমস্যা নেই। কারণ, আমার বিকল্প অনেক আছে। কিন্তু ওরা কিছু খেলোয়াড় আছে যাদের বিকল্প অনেক কম বাংলাদেশে। এটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করি। তাই ওদের একটু ফ্রি ভাবে খেলার সুযোগ দেন। আপনারাও জানেন, যারা এখানে ভালো করবে না কেউই থাকবে না। কিন্তু অন্তত তাদের মধ্যে যদি এই বিশ্বাসটা থাকে যে আমার সতীর্থরা এবং আশপাশের মানুষজন আমার বিশ্বাস করে যে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সামর্থ্য আমার আছে। এই স্বাধীনতাটা যদি তারা পায় তাহলে হয়তো আরো ভালো সার্ভিস দিতে পারবে।'

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT