নিদাহাসের লড়াইয়ে নামার আগে মাহমুদউল্লাহর ভাবনাটা উল্টো, ‘শুরু ভালো যার, সব ভালো তার’। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, ভালো শুরুই সিরিজে বাংলাদেশকে এনে দিতে পারে সাফল্য।
আপাতত মাহমুদউল্লাহর চোখ প্রথম ম্যাচের দিকেই। তাঁর বিশ্বাস, প্রথম ম্যাচে সাফল্য পেলে সিরিজে আত্মবিশ্বাসী হয়ে উঠবে বাংলাদেশ।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে এরই মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ফের দলের দায়িত্ব চেপেছে মাহমুদউল্লাহর ঘাড়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কায় ভালো করার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন দলনায়ক।
সিরিজের শুরুটাকে গুরুত্ব দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার কাছে মনে হয়, প্রথম ম্যাচে যদি আমরা জিততে পারি, ইনশাআল্লাহ পরের ম্যাচগুলোতেও ভালো কিছু করা সম্ভব হবে। আমাদের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। সব সময়ই বিশ্বাস করি, শুরুটা যদি ভালো হয়, আমরা মোমেন্টামটা পেতে পারি। একটা ম্যাচই আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বাকি সব ম্যাচে আপনি কীভাবে ব্যাক করবেন।’
নিদাহাস ট্রফির লড়াইয়ে মাহমুদউল্লাহদের দুই প্রতিপক্ষ—স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। এই কদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কা নাকানি-চুবানি খাইয়ে গেছে বাংলাদেশকে। অন্যদিকে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে ভারত। তবুও ত্রিদেশীয় সিরিজের ভারতীয় দলটার শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তুলতে হলে দুবার ভাবতে হবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় ফাঁড়া ‘সাকিবের অনুপস্থিতি’ তো রয়েছেই।
তার পরও মাহমুদউল্লাহ আত্মবিশ্বাসী, শ্রীলঙ্কায় ভালো কিছু করার ব্যাপারে। শ্রীলঙ্কার মাঠ দেখেই ইতিবাচক ভাবনাটা ভাবতে পারছেন দলপতি। মাহমুদউল্লাহর ভাষ্যে, ‘আপনি যার বিরুদ্ধেই খেলেন, আপনাকে ভালো খেলতেই হবে। ঘরের মাটিতে আমরা খুব ভালো খেলছিলাম, কিন্তু শেষ সিরিজে আশানুরূপ পারফর্ম করতে পারিনি। তবে যেহেতু উপমহাদশের পরিবেশ। বেশ কয়েকবার আমরা খেলেছিও শ্রীলঙ্কায়। সব মিলিয়ে আশা রাখি ইনশাআল্লাহ আমরা ভালো কিছুই করতে পারব।’
ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ গড়েছিল দুইশ ছুঁইছুঁই স্কোর। আর শ্রীলঙ্কায় মাঠে নামা শেষ টি-টোয়েন্টিতেও জিতেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফির লড়াইয়ের আগে তাই প্রেরণা বাংলাদেশ নিতেই পারে এ দুই ম্যাচ থেকে। দলনায়কও সাহস দিয়ে থাকছেন ক্রিকেটারদের পাশেই। তবে প্রমাণটা দিতে হবে মাঠেই।
মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত ম্যাচ দিয়ে পর্দা উঠবে নিদাহাস ট্রফির। নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।