অস্ট্রেলিয়া সিরিজের জন্য স্পিন কোচ হিসেবে বাংলাদেশে আসছেন ভারতীয় সাবেক স্পিনার সুনীল যোশী। এ সিরিজের জন্য আপাতত কাজ করবেন তিনিই। মঙ্গল কিংবা বুধবারের (২২ ও ২৩ আগস্ট) মধ্যেই ঢাকায় পা রাখবেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে তার কাজ পছন্দ হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। ক্রিকেট খেলোয়াড় হিসেবে একাধিকবার বাংলাদেশে এসেছেন তিনি। এবার আসছেন কোচ হয়ে। যোশী নতুন চ্যালেঞ্জ পেয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন, যেকোনো টেস্ট দলের সঙ্গে কাজ করাই রোমাঞ্চকর ব্যাপার। বাংলাদেশ উন্নতি করছে। তাদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে। বাঁহাতি স্পিনার যোশীর ক্যারিয়ার অবশ্য খুব আহামরি নয়। ১৫ টেস্ট আর ৬৯ ওয়ানডে খেলছেন। টেস্টে উইকেট আছে ৪১টি, ওয়ানডেতে ৬৯টি। ২০১২ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন জম্বু ও কাশ্মিরের কোচ হিসেবে। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ওমানের বোলিং কোচ ছিলেন ৪৭ বছর বয়সী যোশী।