ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা আগামী ১০ দিনের মধ্যেই চিকুনগুনিয়ামুক্ত করবেন বলে কথা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি আশাবাদ ব্যক্ত করেন এ রোগের প্রাদুর্ভাব কমে আসবে।
আজ শনিবার দুপুরে মেয়র সাঈদ খোকন বলেন, ‘কথা দিলাম, আগামী ১০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা চিকুনগুনিয়ামুক্ত হবে। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আর হয়তো ১০ দিনের মধ্যে মুক্ত করব। এই ১০ দিন পরে পার্শ্ববর্তী অঞ্চল থেকে, এমনও হতে পারে নতুন করে, একভাগ হোক অল্প সংখ্যক হোক রোগে আক্রান্ত হতেই পারে।’
নগরীতে ছড়িয়ে পড়া চিকুনগুনিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আজ রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন থেকে এ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় মশারির ব্যবহার, যত্রতত্র ফেলে রাখা পানির পাত্র পরিষ্কার করা এবং চিকিৎসকের পরামর্শসহ নানা ধরনের প্রতীকী বিষয় স্থান পায়।
এ সময় মেয়র আরো জানান, চিকুনগুনিয়া ও ডেঙ্গু চিকিৎসার জন্য নগরভবনে ২৪ ঘণ্টার টেলিচিকিৎসা ডেস্ক খোলা হয়েছে। নগরীতে চিকুনগুনিয়া রোগের প্রদুর্ভাব কিছুটা কমে এসেছে বলে জানান তিনি।