বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার। এ জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। চাহিদার ৫০ শতাংশই মেটানো হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে।
বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড অ্যাডভান্সেস ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা বলেন ।
নসরুল হামিদ আরো বলেন, সৌর বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুতের বড় উৎস। এছাড়াও প্রতিবেশির দেশের কাছ থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনাও আমাদের রয়েছে।