শুরু হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফির আসল লড়াই। প্রতিযোগিতার অষ্টম আসরে লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং নিতে হয়েছে বাংলাদেশকে।
টস হারের পর মাশরাফি বলেছেন, ‘আমরাও বোলিং নিতাম। কিন্তু এখন আমাদের একটা মানসম্মত স্কোর করতে হবে, ফিল্ডিংটা গুরুত্বপূর্ণ।’ ব্যাটিংয়ের তিন নম্বরে ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। তৃতীয় পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ১৯ বার, জয় ৪টি আর হার ১৫টি। ২০১০ সালে ব্রিস্টলে ন্যাটওয়েস্ট সিরিজে ৫ রানে জিতেছিল বাংলাদেশ। পরের দুই বিশ্বকাপে ২০১১ ও ২০১৫ সালে ইংল্যান্ডকে গ্রুপ পর্বে হারায় মাশরাফিরা। সর্বশেষ ঢাকায় দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩৪ রানে।
বাংলাদেশ দল- তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।