এস এম জামাল, কুষ্টিয়া : সময়ে সময়ে আলোচনা-সমালোচনায় পুলিশের খারাপ দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠে। পুলিশ যে জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তা আমরা ভুলে যাই। দু-একজনের অপকর্মে পুরো পুলিশ বাহিনীকে সমালোচনায় বিদ্ধ করা হয়ে থাকে।
তবে পুলিশ বিভাগে রয়েছে হাজারো মো: শহিদুল্লাহ। যারা সাধারণ মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন।
কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের দিনমজুর মোস্তফার অভাবের সংসারে স্ত্রী রেবেকা ছেলে হাকিম আর শিশূ মেয়ে নার্গিসকে নিয়ে বসবাস৷মোস্তফার নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা৷ সেখানে ছেলের পড়ালেখার বিষয়টি তাকে আকাশছোয়ার মতো অবস্থা।
মোস্তফা সারা দিন কাজ করে যা পায় তা দিয়ে কষ্টে দু মুঠো আহার জুটলেও ছেলে হাকিমের পড়াশুনা করানোর জন্য খরচ জোগাড় করে পারেনা ৷বিষয়টি কুষ্টিয়া সহকারী পলিশ সুপার (সদর) মো: শহীদুল্লাহ জানার পর মোস্তফার পরিবারের সাথে যোগাযোগ করে এবং তার ছেলের পড়াশোনা আর সংসার খরচ বাবদ অর্ত সহযোগীতা করেন। এবং তার লেখাপড়ার দায়িত্বও নেন তিনি।
কুষ্টিয়া সহকারী পলিশ সুপার (সদর) মো: শহীদুল্লাহর নৈতিক দায়িত্বের সঙ্গে একাট্টা হয়ে এগিয়ে এসেছেন আর কিছু পুলিশ সদস্যও।
অসহায়ের পাশে পুলিশ অফিসারের এমনসহযোগীত নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে ফেসবুকের ওই পোস্টে আরো অনেকে তার এমন মানবিক আচরণের প্রশংসা করেছেন।
রিপন শেখ নামের একজন লিখেছেন, অনেক মহৎ কাজ, আপনার মত যদি সবাই এগিয়ে আসতো তাহলে কতইনা ভাল হত। ফারজানা আক্তার লিজা নামের আরও একজন লিখেছেন, খুব সুন্দর --স্যার আপনার জন্য দোয়া থাকবে এভাবে অসহায়, গরীব, হতদরিদ্র মানুষের পাশে সবসময় সাহায্য নিয়ে এগিয়ে আসতে পারেন। ইমরান কাজি লিখেছেন আপনার মতেদা পুলিশ অফিসার যদি এভাবেই এগিয়ে আসে তাহলে একসময় পুলিশের বদনাম ঘোচাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসহায়দেরকে সহযোগীতা করার জন্য। এছাড়াও এস এম জামাল খান নামের একজন সেখানে উল্লেখ করেন ‘এমন ভালো ও মানবিক কাজের জন্য কুষ্টিয়া সহকারী পলিশ সুপার (সদর) মো: শহীদুল্লাহরকে স্যালুট জানাই।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুষ্টিয়া সহকারী পলিশ সুপার (সদর) মো: শহীদুল্লাহ বলেন, আমি অসহায় মোস্তফার পরিবারের ছেলের পড়াশূনার জন্য সাহায্য করে সহযোগীতার হাত প্রসারিত করলাম৷আর করবই বা না কেন? মানুষ তো মানুষের জন্য৷যদিও সহযোগীতার বিষয়টি গোপন রাখা ভালো তবু এমন মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে উৎসাহ প্রদান করতেই আমার আজকের এই পোষ্ট দেওয়া। তিনি আরও জানান, ‘অনৈতিকতার ঊর্ধ্বে থেকে কারো সহযোগিতায় পাশে থাকাটাকেও আমি দায়িত্ব মনে করি। সাধারণ মানুষের পাশে থেকে সামান্য সহযোগিতা করতে পারায় নিজেকে সম্মানিতবোধ করছি।’