শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কুঠিবাড়ীর তরবারী চুরির পর এবার সাহিত্যিক মীর মশাররফের দানবাক্স চুরি
প্রকাশ: ০২:৩৭ pm ০৮-০১-২০১৮ হালনাগাদ: ০২:৪৫ pm ০৮-০১-২০১৮
 
 
 


কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ার গ্রামে গড়ে তেলা অমর কথাসাহিত্যক মীর মশাররফ হোসেনের বাস্তভিটা ও জাদুঘরের ভেতর থেকে একটা বড় কাঠের দানবাক্স চুরি হয়ে গেছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তালা দেওয়া অবস্থায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা ও জাদুঘরের ভেতর থেকে অনেক পুরোনো একটি কাঠের দানবাক্স চুরি হয়ে যায়। চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু জানান, তালা দেওয়া অবস্থায় মীর মশাররফ  হোসেনের বাস্তভিটা ও জাদুঘরের ভেতর থেকে অনেক পুরোনো একটি কাঠের দানবাক্স চুরি হয়ে গেছে। এটা জেলা পরিষদ প্রতি এক বছর পর পর খুলে থাকে। বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা এখানে জাদুঘরের উন্নয়নের জন্য দান করে থাকেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীনুজ্জামান জানান, রোববার রাতের কোন এক সময় লাহিনীপাড়ার গ্রামে গড়ে তেলা অমর কথাসাহিত্যক মীর মশাররফ হোসেনের বাস্তভিটা ও জাদুঘরের দানবাক্সটি ভেতর থেকে চুরি হয়ে গেছে। সকালে বিষয়টি জানতে পেরে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেই সঙ্গে তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য জাদুঘরের কেয়ারটেকারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে তরবারী চুরির পর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল।   

এস এম জামাল, কুষ্টিয়া থেকে। 
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT