কুষ্টিয়া : কুষ্টিয়ায় বিএসটিআই নির্ধারিত মাপের চেয়ে ছোট আকারে ইট তৈরী ও তা বিক্রির দায়ে দুই ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া’র সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, বিএসটিআই থেকে ইট তৈরীর জন্য একটি নির্ধারিত মাপ রয়েছে। প্রত্যেকটি ইটভাটাকে এই নির্ধারিত মাপ অনুসারে ইট তৈরী করতে হবে। কিন্তু অভিযানকালে নির্ধারিত মাপের উচ্চতার মাপ সঠিক না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক এএইসবি ব্রিকসকে ৫০ হাজার টাকা ও এমআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তিনি বলেন, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে জানান। এসময় পরিবেশ অধিদপ্তরের ফিল্ড ইন্সেপেক্টর,মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জন প্রতিনিধি, কুষ্টিয়া চে¤॥^ার অব কমার্সের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এস এম জামাল, কুষ্টিয়া থেকে।