নিজ সংবাদ : কুষ্টিয়ায় ‘মিষ্টি ও খাদ্য’ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৌবনের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত সোমবার রাতে মৌবন গ্রুপের কারখানা চত্ব্রে মালিক-শ্রমিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌবনের সিইও হাবিবুল আলম ও নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনি। আলোচনা শেষে শিশুদের নিয়ে কেক কাটা হয়। মৌবনের সিইও হাবিবুল আলম প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য বলেন, আমাদের এই প্রতিষ্ঠানে মালিক শ্রমিককের মধ্যে কোন ভেদাভেদ নেই। আপনারা যারা দিনরাত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন। আপনাদের পরিশ্রমের কারনেই আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে মৌবন’র তৈরী খাদ্যদ্রব্যের মান উন্নত হওয়ার কারণে আজ জেলার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আমরা নীতিবোধ ঠিক রেখে ব্যবসা পরিচালনা করতে চাই। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি। মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনি বলেন, ২০০০ সালে মৌবন প্রতিষ্ঠার পর থেকে উৎপাদিত খাদ্য পণ্যের গুণগতমান বজায় রাখায় প্রতিষ্ঠানটি সুখ্যাতি অর্জন করেছে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখছে। কর্মরত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা এই প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারী। আপনাদেরকে আমরা সবসময় আপন ভেবেই আসছি। আপনারাও আপন মনে সৎভাবে ব্যবসা পরিচালিত করতে সহযোগীতা করবেন। মৌবনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য প্রত্যেককে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি প্রদানেরও ঘোষণা দেন তিনি। এরপর র্যাফেল ড্র, ও পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্বপালন ও নিষ্ঠাবানের সাথে দায়িত্বপালন করায় সেরা কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় কারখানার সকল শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এসএম জামাল, কুষ্টিয়া থেকে।