জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ যৌতুকের দাবীতে এক সন্তানের জননী স্ত্রী ইতি খাতুনকে (২৫) গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজ ঘরের আড়াই ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামে। এলাকাবাসী জানান, ৫ বছর আগে যাদবপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের আবুবকর রারীর মেয়ে ইতি খাতুনের সাথে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মকরধ্বজপুর গ্রামের আবুবকর মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ইতি খাতুনকে নির্যাতন করে আসছিল স্বামী। এ কারণে গ্রামে কয়েকদফা শালিসও হয়েছে। পরে কোন উপায় পেয়ে নিহত ইতি খাতুনের মা সাহেলা খাতুন জমি বিক্রি করে জামাই জাহাঙ্গীর আলমকে মালয়েশিয়া পাঠান। মালয়েশিয়া থেকে ঘুরে এসে আবারও শুরু হয়ে ইতি খাতুনের উপর নির্যাতন। তিনি বলেন, জাহাঙ্গীর আলম যৌতুকের টাকার জন্যই মেয়ে ইতি খাতুন গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজ ঘরের আড়াই ঝুলিয়ে রেখেছে। পুলিশ সংবাদ পেয়ে গতকাল শুক্রবার সকালে নিহত ইতি খাতুনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়। এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।