প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ আংশিকভাবে চালু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ডাউন লাইনের মাধ্যমে রেল চলাচল শুরু করে। রেল কর্মকর্তারা জানান, রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস শুক্রবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে পোড়াদহ স্টেশনের কাছে ইঞ্জিনসহ লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ১১ ঘণ্টার চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিগুলো লাইনে তুলতে সক্ষম হয়। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ডাউন লাইনের মাধ্যমে আংশিকভাবে রেল চলাচল শুরু হয়েছে। ওই রেল কর্মকর্তার আশা, দুপুরের মধ্যে ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের সঙ্গে খুলনার রেল যোগাযোগ পুরোদমে শুরু হবে।