অস্ট্রেলিয়ায় বৈধতা পেতে যাচ্ছে সমকামী বিয়ে। সম্প্রতি দেশটিতে সমকামীদের বিয়ের আইনি বৈধতা নিয়ে দুইমাস ব্যাপী একটি জরিপ পরিচালিত হয়। সেখানে বেশির ভাগ অস্ট্রেলিয়ান সমকামী বিয়ের পক্ষে রায় দিয়েছেন। আর জরিপের ফলকে জনমত হিসেবে গ্রহণ করেই সমকামী বিয়ের আইনি বৈধতা দিতে যাচ্ছে সরকার। বুধবার (১৫ নভেম্বর) প্রকাশিত ওই জরিপের ফলে দেখা গেছে, অস্ট্রেলিয়ার ৬১ শতাংশ মানুষ সমকামী বিয়ের পক্ষে। এর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৮ শতাংশ মানুষ। জরিপটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকস। এ খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মেলবোর্নের চেহারা পাল্টে গেছে। সমকামীদের রেইনবো বা রংধনু রঙের পতাকায় ছেয়ে গেছে শহর। বহু মানুষ এ আনন্দে শরীক হয়ে তাদের উল্লাস প্রকাশ করছেন। অস্ট্রেলিয়া জুড়ে চালানো এই জরিপে অংশ নিয়েছে এক কোটি ২৭ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৭৯.৫ শতাংশ মানুষ। বহুদিন যাবত অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ের পক্ষে-বিপক্ষে আলোচনা এবং বিক্ষোভ চলছে। জরিপের ফল প্রকাশের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, 'হ্যাঁ'-এর পক্ষে বিস্ময়কর ভোট পড়েছে। তাই আগামী বড়দিনের আগেই সমকামী বিয়েকে বৈধতা দেয়া হতে পারে।
সূত্র: বিবিসি